দেখতে দেখতে ৩৫ বছর অতিক্রম করেছ। এই শিক্ষা কেন্দ্র থেকে খোয়াইয়ের অনেক ছাত্রছাত্রী অঙ্কনে হাতেখড়ি নিয়েছে। এই বছর চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বছর উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এদিন এই বসে আঁকো প্রতিযোগিতায় ৩০০ জনের অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের। কথা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের কর্ণধার কুন্তল নাথশর্মা জানান, মূলত চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ২২ শে মে বিকাল ৫ টায় খোয়াই নতুন টাউন হলে এই প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীদের অভিজ্ঞানপত্র প্রদান, গুণীজনদের সংবর্ধনা বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। এই সন্ধায় সুর তাল লয় ছন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। উল্লেখ থাকে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
160