Home » হস্ত কারু মেলায় ব্যাপক সংখ্যক ক্রেতার উপস্থিতি

হস্ত কারু মেলায় ব্যাপক সংখ্যক ক্রেতার উপস্থিতি

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৮ই ফেব্রুয়ারী। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ১০ দিবস ব্যাপী হস্ত কারু মেলার অষ্টম দিন তথা রবিবার উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গনে।
চলতি মাসের ১১ ফেব্রুয়ারী তারিখ থেকে তেলিয়ামুড়া পুরাতন হাসপাতাল প্রাঙ্গনে রাজ্যে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই হস্ত কারু মেলায় রাজ্য সহ বহিঃ রাজ্যের মোট ৫০ টি স্থলে রকমারি পরসা নিয়ে হাজির হয়েছে দোকানীরা। এখানে বলে রাখা প্রয়োজন, রাজ্যে সহ তেলিয়ামুড়া’তে এই মেলা প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়ায় সকলে স্বতঃস্ফূর্ততা’র সহিত এই মেলায় অংশগ্রহণ করছে। দপ্তর সূত্রে জানা গেছে,, অষ্টম দিন পর্যন্ত এই মেলায় আগত দোকানীরা প্রায় পনেরো লাখ টাকার উপর বিক্রি হয়েছে। তারা আশাবাদী, আগামী দুই দিনে বিক্রির পরিমাণ আরও বাড়বে।
তবে যাই হোক সব মিলিয়ে জমজমাট রাজ্য তথা তেলিয়ামুড়ার বুকে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই হস্ত কারু মেলা। মেলাতে প্রথম দিন থেকেই তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রোজই স্থানীয় শিল্পীরা নানান অনুষ্ঠান পরিবেশন করে। বিশেষ করে শিল্পীদের লোকসংগীত পরিবেশন মেলা প্রাঙ্গণকে উজ্জীবিত করে রেখেছে।

You may also like

Leave a Comment