শান্তিরবাজার প্রতিনিধি :ভারতবর্ষের অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা এবং গত ২২শে জানুয়ারী রামলালার মূর্তি স্থাপনকে কেন্দ্রকরে ভারতবর্ষের যশ্বশী প্রধান মন্ত্রীর উদ্দ্যেশ্যে শুভাচ্ছা বার্তা পাঠালো ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডলের নেতৃত্বরা। সমগ্র ত্রিপুরা রাজ্যথেকে ৪ লক্ষশুভেচ্ছা বার্তা প্রেরনের লক্ষ্যরাখাহয়েছে। এরইমধ্যে সমগ্র দক্ষিন জেলায় সাতটি মন্ডল থেকে ৪০ হাজার শুভেচ্ছা বার্তা প্রেরনের লক্ষরেখেছে বিজেপির বিভিন্ন সংগঠন। ভারতবর্ষের সনাতনী ধর্মী হিন্দুদের জন্য এটি একটি বিশাল কাজ। ভারতবর্ষের যশ্বশী প্রধানমন্ত্রীর জন্য এই কাজ সম্ভব হয়েছে। তাই ভারতবর্ষের সকল নাগরিকের প্রয়োজন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রেরন করা। আজকে বাইখোড়ায় শুভেচ্ছা বার্তা প্রেরনের মধ্যদিয়ে এইসকল কথা সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, আজকের এই শুভেচ্ছা বার্তা প্রেরনে ভাইস চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন জেলার সাধারন সম্পাদক বিকাশ বৈদ্য, যুবমোর্চার প্রদেশকমিটির সদস্য তমাল বৈদ্য, বিজেপির নেতৃত্ব মনিন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। আজকের এই শুভেচ্ছা বার্তা প্রেরনে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
রামমন্দির নির্মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরন করলেন ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির নেতৃত্ববৃন্দরা।
by admin
written by admin
107