Home » ধর্মনগরে সরকারি জায়গা পুনরুদ্ধারের কাজে ব্যস্ত ধর্মনগর পুর পরিষদ।

ধর্মনগরে সরকারি জায়গা পুনরুদ্ধারের কাজে ব্যস্ত ধর্মনগর পুর পরিষদ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর কালিবাড়ি রোডে বেশ কিছু সরকারি জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিল কিছু সংখ্যা ক্ষমতাবান লোক। দীর্ঘ ৩০ ৩৫ বছর যাবত ব্যবসা চালানোর পর আজ ধর্মনগর পুরো পরিষদ সরকারি জায়গা অধিগ্রহণে লাগলো। প্রভার রাতে বুলডোজার বাহিনী দিয়ে ধর্মনগর পুর পরিষদ সন্ধ্যা রাতে কালিবাড়ি রোড ের পথসভার বিপরীতে যে অতিক্রন করা জায়গা রয়েছে তা ভাঙ্গা চলছে। উল্লেখ্য সরকারি জায়গা যারা অতিক্রমণ করেছে প্রতিটি জায়গা সরকার পুনরায় হাতে ফিরিয়ে নেবে বলে জানান পুরো পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার।

You may also like

Leave a Comment