প্রতিনিধি, বিশালগড়, ।। ওবিসি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা ঋণ প্রদান শিবির। মঙ্গলবার দুপুরে কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য, দপ্তরের সচিব তাপস রায়, উপ অধিকর্তা সুব্রত রিয়াং, নিগমের জি এম রূপক ভট্টাচার্য প্রমুখ। ক্ষুদ্র ব্যবসার জন্য ১৩২ জনকে ঋণ প্রদান করা হয়। উচ্চ শিক্ষার জন্য ঋণ প্রদান করা হয়েছে ১১ জনকে। এছাড়া ৩২ জন বেকারকে দেওয়া হয় অটো রিকশা। মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন বিগত সরকারের অনিয়মের কারণে বর্তমানে কর্পোরেশনের কাজ করতে অসুবিধা হচ্ছে। কারণ সঠিক নিয়মনীতি অনুসরণ করে ঋণ প্রদান করেনি বিগত সরকার। তাই রিকোভারী করা সম্ভব হচ্ছে না। এরপরেও রাজ্য কর্পোরেশন নিরলসভাবে কাজ করে কেন্দ্রীয় কর্পোরেশনের দেনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি তিন কোটি টাকা দিয়েছে জাতীয় কর্পোরেশন। এই টাকা ওবিসি সম্প্রদায়ের মানুষের বিকল্প রোজগারের সুযোগ করে দিয়েছে। ত্রিপুরা সরকার চায় পিছিয়ে পড়া ওবিসি সম্প্রদায়ের উন্নয়ন। ওবিসি সম্প্রদায়ের সার্বিক কল্যাণে আরও নতুন ভাবনা রয়েছে। এগুলি আগামীদিনে বাস্তবায়িত হবে। ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার বলেন এই কর্পোরেশন আপনাদের। এর শ্রীবৃদ্ধি ঘটলে আপনাদের উন্নয়ন হবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। সঠিক সময়ে পরিশোধ করলে আবার ঋণ প্রদান করা হবে।
126