প্রতিনিধি, বিশালগড়, ১৮ নভেম্বর।।
চড়িলাম বিধানসভার প্রতিটি বুথে আরও শক্তিশালী হচ্ছে বিজেপি। ভোটের মুখে সিপিএম ছাড়ার হিড়িক লেগেছে বলা যায়। শুক্রবার চড়িলামের কড়ুইমুড়ায় সিপিএম ত্যাগ করে ৭৩ জন ভোটার বিজেপিতে যোগদান করেন । এদিন বিকালে চড়িলাম মন্ডলের ২৭ নং বুথ করুইমুড়ায় বিজেপির দলত্যাগ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭৩ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের গেরুয়া পতাকা হাতে তুলে দিয়ে বরণ করেন চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চড়িলাম মন্ডলের প্রভারী বিশ্বজিৎ সাহা, চড়িলাম মন্ডলের বিস্তারক অপূর্ব দেবনাথ, এসি মোর্চার সভাপতি রাজেশ দাস, চড়িলাম মন্ডলের সাধারণ সম্পাদক রঞ্জিত দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। ভাষণে মন্ডলের প্রভারী বিশ্বজিৎ সাহা বলেন গত সাড়ে চার বছরে সেজে উঠেছে চড়িলাম। রাস্তা পানীয় জল বিদ্যুৎ পৌঁছে গিয়েছে প্রত্যন্ত গ্রামে। চড়িলামের প্রতিটি গলিতে স্ট্রিট লাইট লাগানো হয়েছে। আধুনিক খেলার মাঠ হয়েছে। তাই উন্নয়ন আরও তরান্বিত করতে আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে বিজেপিকে জয়ী করার আহবান জানান তিনি।
126