78
রাজ্য বিধানসভা নির্বাচন দৌড় গড়াই l এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যে প্রচারে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সকলেই। তার সঙ্গে পাল্লা দিয়ে বিরোধী দল সিপিআইএম দলও ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে । শনিবার দুপুরে উদয়পুর খিলপাড়া বাজারে রাজ্যে নারীদের উপর অত্যাচার, ধর্ষণ সহ গনতন্ত পুনঃরূধারের দাবিতে বিক্ষোভ সভা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক,প্রাক্তন বিধায়ক মাধব সাহা, কৃষক নেতা নিতাই বিশ্বাস সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বেরা এই দিন উপস্থিত ছিল। নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ শানান রাজ্যের শাসকদলকে । বামেদের এই সমাবেশ ঘিরে এই দিন পুলিশি ব্যবস্থা ছিল বেশ আঁটো সাঁটো ।