প্রতিনিধি, বিশালগড় , ১৭ জানুয়ারি।। গোলাঘাটি ইংরেজি মাধ্যম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প রানী রায় । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক নারায়ণ দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান ভবতোষ ঘোষ , সিপাহীজলা জেলা পরিষদের সদস্যা সুমিত্রা দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ সিংহ প্রমুখ। পিটি যোগা সহ না না কার্যক্রমে অংশ নেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন । শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং শিক্ষক শিক্ষিকারা।
এছাড়া বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্যী,
বাইদ্যারদিঘী পঞ্চায়েত প্রধান অনুপ কুমার সিনহা, পঞ্চায়েত সদস্য প্রদেশ দেবনাথ,
বাইদ্যারদিঘী দ্বাদশ শ্রেণি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ মহরম আলী, শ্রীধাম চন্দ্র ভৌমিক, বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন
সহ অন্যান্যরা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷
গোলাঘাটি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
12
previous post