Home » উদয়পুরে উদ্বোধন হলো জেলা কোর্স কমপ্লেক্সে ২২ তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা

উদয়পুরে উদ্বোধন হলো জেলা কোর্স কমপ্লেক্সে ২২ তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা

by admin

উদয়পুর প্রতিনিধি : ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল টায় উদয়পুরে উদ্বোধন হলো জেলা কোর্স কমপ্লেক্সে ২২ তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন , জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ। কিন্তু এদিন উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতায় যেভাবে শুরু হয়েছে তা ছিল একেবারে সাদামাটা । কোন ধরনের প্রচার অভিযান করা হয়নি গোমতী জেলা জুড়ে। এই জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে কত হাজার মানুষ এই খেলা সম্পর্কে জানতে পেরেছেন তা বলা খুবই মুশকিল। ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের অভিভাবক ও শাসক দলের কিছু চুনোপুটি নেতা ছাড়া কোথাও ক্রীড়া প্রেমী সাধারণ মানুষের ভিড় দেখা যায়নি। শহরের কোথাও বড় ধরনের প্রচার অভিযান চোখে পড়েনি? এই খেলা কে কেন্দ্র করে । রাজ্য সরকার নিজেদের মতো করে প্রচেষ্টা করছে কিভাবে প্রচার অভিযান করা যায় পাহাড়ি রাজ্যে । কিন্তু সমতলেই দেখা যাচ্ছে খেলার জগতে মাটিতে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে যেটা উদয়পুরে সব থেকে বেশি দেখতে পাওয়া গিয়েছে এদিন সকালে । এদিন সাংবাদিকদের জন্য কোন ধরনের বসার জায়গা পর্যন্ত ছিল না গার্লস স্কুল ময়দানে। কিন্তু দেখতে পাওয়া গিয়েছে শাসকদলের কিছু চুনোপুটি নেতা উদয়পুরের সাংবাদিকদের বসার জায়গায় রাজনীতির আলাপচারিতায় ব্যস্ত রয়েছিল। কিন্তু আসাম নাগাল্যান্ড, মিজোরাম , সিকিমসহ একাধিক রাজ্যের খেলোয়ারদের কোচ থেকে শুরু করে অভিভাবকদের বসার কোন ধরনের জায়গায় এইদিন ছিল না। এক ধরনের অব্যবস্থার মধ্য দিয়ে এই দিন উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উদয়পুরের ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে।

You may also like

Leave a Comment