Home » সূর্য মনি নগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের ।

সূর্য মনি নগরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের ।

by admin

আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক বিবাহিত যুবক। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান এলাকার রঞ্জিত ওরাং এক ছেলে সম্রাট ওরাং শনিবার সকাল ১১ টা নাগাদ কাজের উদ্দেশ্যে তার নিজের টি আর ০৭ ই ৭৮৬০ নম্বরের বাইক নিয়ে আগরতলার দিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা টি আর ০৩ বি ১৩৪০ নম্বরের একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। চাকার নিচে পড়ে গিয়ে সম্রাট ওরাং এর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে এবং আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। পরে সম্রাট ওরাং এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার পরিবারের লোকজনদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এলাকার বিধায়িকা সম্রাট ওরাং এর এই অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকের সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাস ও বাইক আমতলী থানার হেফাজতে রাখা হয়েছে।

You may also like

Leave a Comment