প্রতিনিধি, উদয়পুর :-
রবিবার দুপুরে উদয়পুর লেক সিটি শপিং কমপ্লেক্সে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত মেগা রক্তদান শিবির এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদয়পুর মহকুমার অফিসের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য অতিথিবৃন্দরা । এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দীর্ঘদিন ধরে মন্ত্রীর কাছে একটি অভিযোগ আসছে। উদয়পুর মহকুমা ত্রিপুরাসুন্দরী হাসপাতালের সামনে থাকা সমস্ত ওষুধ দোকান রাত্রি ১০:০০ টার পর থেকে বন্ধ হয়ে পড়ে। এর ফলে মহকুমা হাসপাতলে আসা রোগীরা তাদের জরুরী ওষুধপত্র কখনো রাতে হাসপাতাল চৌহমুনী থেকে নিতে পারছে না । যদি প্রতিদিন পালা করে একটি দোকান রাতে খোলা থাকে তাহলে অনেকটাই উপকারে আসবে রোগী ও তার আত্মীয় পরিজনদের । এদিন মন্ত্রী আবেদন রাখেন একটি হলেও রাতে যেন ওষুধ দোকান খোলা থাকে মহকুমা হাসপাতাল রোড এলাকায়। এদিনের রক্তদান শিবিরের মোট ২৬ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করে ।