Home » নিজ বিধায়ক তহবিল থেকে দেওয়া পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নিজ বিধায়ক তহবিল থেকে দেওয়া পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রবিবার দুপুরে উদয়পুর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় শীতলা বাড়ি উন্নয়ন কমিটি কে দেওয়া বিধায়ক তহবিল থেকে পানীয় জলের একটি নতুন ট্যাংকের শুভ উদ্বোধন করেন ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও উদয়পুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ বিহারী সাহা সহ প্রমূখ । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , রাজ্যের অর্থমন্ত্রী তার নিজ বিধানসভা কেন্দ্রে বহু পানীয় জলের ট্যাংক দিয়েছে এছাড়া এই শহরকে সাজানোর জন্য নতুন রূপে গত পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছে । আগামী দিনে এই শীতলা বাড়ি উন্নয়ন কমিটির পাশে থাকা মহাদেব দিঘীকেও নতুনভাবে সাজিয়ে তোলা হবে বলে তিনি ভাষণে তুলে ধরেন । এদিকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ দিতে গিয়ে বলেন , দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই শীতলা বাড়ি উন্নয়ন কমিটির পক্ষ থেকে একটি পানীয় জলের ট্যাংক দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন থাকার কারণে তার সময় মত দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকের দিনে দাড়িয়ে তিন লক্ষ ১৪ হাজার ৮৮১ টাকা খরচ করে এই পানীয় জলের ট্যাঙ্কটি বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে । এর ফলে প্রতিবছর শীতলা বাড়িতে দুর্গোৎসব হয়ে থাকে তাতে করে ঠাকুরের কাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পানীয় জল পান করতে পারবে। এর ফলে উপকৃত হবে বহু মানুষ । মহাদেব দিঘির পারে সুন্দর এক মন্দির গড়ে তোলা হয়েছে তা উদয়পুর শহরের মধ্যে শোভা বর্ধন করে চলছে। সেই সাথে আগামী দিনে এই মহাদেব দিঘিকেও পর্যটন দপ্তর থেকে সাজিয়ে তোলা হবে । তাতে করে আরো সুন্দর হয়ে উঠবে এই দীঘি । এদিন পানীয় জল ট্যাঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানে শীতলা বাড়ি উন্নয়ন কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো সাড়া জাগানো ।

You may also like

Leave a Comment