প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বাবুর বাজার স্থিত যুবরাজনগর স্কুল মাঠে ঈদকে সামনে রেখে সংখ্যালঘু পরিবারের মানুষের হাতে বস্ত্র বিতরণ এবং ইফতার সামগ্রী তোলে দেওয়া হয়েছে আজ বিকেলে।এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গরিব সংখ্যালঘু পরিবারের ২০০ জনের হাতে বস্ত্র উপহার দেওয়া হয় এবং ৭ শতাধিক মুসলিম ধর্মাবলম্বী দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ সংখ্যালঘু মোর্চার সম্পাদক জসীম উদ্দীন, জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নারায়ণ সিনহা, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়,যুব মোর্চা জেলা সভাপতি অরূপ ধর,প্রদেশ সংখ্যালঘু মোর্চার সহ সম্পাদিকা বিলকিস জাহান এবং ঊনকোটি জেলার বরিষ্ঠ কার্যকর্তা বিধান দাস সহ অন্যান্যরা। ঈদকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় আখেরে লাভ হয়েছে গরীব সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষদের।
101