
প্রতিনিধি,গন্ডাছড়া ১৬ ডিসেম্বর:- নেশা মুক্ত ভারত অভিযানকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক দিবসীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া এসডিপিও অফিস মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রঞ্জন রায়। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ অন্যান্য মহকুমার পুলিশ আধিকারিকগণ। নক আউট টুর্নামেন্টে মোট আটটি দল যথাক্রমে ধলাই জেলা এসপি অফিস, জহরনগর পুলিশ লাইন, গন্ডাছড়া পুলিশ সাব-ডিভিশন, আমবাসা পুলিশ সাব- ডিভিশন,কমলপুর পুলিশ সাব- ডিভিশন,মনু পুলিশ সাব- ডিভিশন, লংতরাইবেলী পুলিশ সাব- ডিভিশন সহ খোয়াই জেলার একটি পুলিশ টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জহরনগর পুলিশ লাইন বনাম লংতরাইভেলি পুলিশ সাব-ডিভিশনের মধ্যে। ফাইনাল ম্যাচে জহরনগর পুলিশ লাইন ২-১ সেটে জয়লাভ করে। বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রঞ্জন রায়। টুর্নামেন্ট’কে ঘিরে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার ক্রিয়া প্রেমী লোকজনদের মধ্যে দারুন সারা পড়ে।