
প্রতিনিধি, বিশালগড় , ১৬ ডিসেম্বর।। দেশ বিদেশে কৃত্রিম অঙ্গের চাহিদা বাড়ছে। জন্মগত বা দুর্ঘটনায় অঙ্গহানি ঘটছে। তাই এর চাহিদা দিনদিন বাড়ছে। এবার কৃত্রিম অঙ্গ নির্মাণ কারখানা হবে বিশালগড়ে। শীঘ্রই শুরু হবে কারখানা নির্মাণ কাজ। ইতিমধ্যে জমি নির্ধারণ হয়েছে প্রথমত ছোট পরিসরে কারখানা হবে বিশালগড়ের লক্ষীবিলে। ত্রিপুরায় এই প্রথম কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা হচ্ছে। শনিবার লক্ষীবিলে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা । ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ আধিকারিকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান এই কারখানায় তৈরি কৃত্রিম অঙ্গ সারা দেশে সরবরাহ করা হবে। কৃত্রিম অঙ্গের চাহিদা রয়েছে। অনেক দিব্যাঙ্গ ভাইবোন কৃত্রিম অঙ্গ ব্যবহার করে দৈনন্দিন কাজ করছে। কৃত্রিম অঙ্গ ব্যবহার করে প্রায় স্বাভাবিক জীবন কাটাতে পারে। কৃত্রিম অঙ্গের অনেক মূল্য এবং চাহিদা রয়েছে। সরকার বিনামূল্যে সারা দেশে কৃত্রিম অঙ্গ বিতরণ করে। এছাড়া বেসরকারি ভাবে বিক্রি হয় কৃত্রিম অঙ্গ। এর চাহিদা পূরণের লক্ষ্য দরকার কারখানা। এবার উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় হবে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা। এতে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। পাশাপাশি আরও ক্ষুদ্র শিল্প স্থাপনের সম্ভাবনা তৈরি হবে। কাঁচামাল আমদানি এবং তৈরি কৃত্রিম অঙ্গ রপ্তানি করতে কোন অসুবিধা হবে না। কারণ রেল মানচিত্রে জুড়ে গিয়েছে বিশালগড়