Home » সঙ্ঘের নাগপুর থেকেই প্রচার শুরু কংগ্রেসের

সঙ্ঘের নাগপুর থেকেই প্রচার শুরু কংগ্রেসের

by admin

আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর যে শহরে, সেই নাগপুর থেকেই কংগ্রেস ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছে।

আগামী ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সে দিনই নাগপুরে জনসভা করতে চলেছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে রাহুল, সনিয়া ও প্রিয়ঙ্কা, গান্ধী পরিবারের তিন সদস্যই নাগপুরের জনসভায় হাজির হবেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সমস্ত সদস্য, মুখ্যমন্ত্রী, পরিষদীয় দলনেতারাও নাগপুরের জনসভায় যোগ দেবেন। এই জনসভা থেকেই রাহুল গান্ধী কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপি-আরএসএসকে হঠানোর ডাক দিতে চাইছেন। ১৯২০ সালে কংগ্রেসের নাগপুর অধিবেশন থেকেই মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের প্রধান মুখ হিসেবে উঠে এসেছিলেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে সিলমোহর পড়েছিল। সে দিক থেকেও নাগপুর কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ।

প্রথমে ঠিক ছিল, বিরোধীদের সম্মিলিত মঞ্চ ‘ইন্ডিয়া’-র প্রথম জনসভা হবে নাগপুরে। নানা তালেগোলে তা আর হয়নি। আগামী সপ্তাহে ১৯ ডিসেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’-র দলগুলির বৈঠক। সেখানে জোটের জনসভা কবে থেকে শুরু হবে, তা ঠিক হবে। কংগ্রেস সূত্রের খবর, জানুয়ারি মাসেই ‘ইন্ডিয়া’-র দলগুলির অন্তত দু’তিনটি জনসভা করার চেষ্টা হবে। তবে তার আগে কংগ্রেস নিজের প্রতিষ্ঠা দিবসকে কাজে লাগিয়ে প্রচারে নেমে পড়তে চাইছে।

You may also like

Leave a Comment