প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর পশ্চিম ধ্বজনগর এলাকায় একটি ইট সলিং এর রাস্তা মরণফাঁদে পরিণত । এর ফলে যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছে গ্রামবাসীদের । এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজ এলাকা পরিদর্শনে বের হয়ে গ্রামের মহিলাদের সাথে গ্রামীণ এলাকার সমস্যার কথা জানতে গিয়ে তিনি জানতে পারেন এই এলাকায় একটি ইটসলিং রাস্তা যা বেশ কয়েক বছর আগে করা হয়েছিল। কিন্তু ভারী বর্ষণের কারণে রাস্তার সমস্ত ইট গুলি বৃষ্টির জলে নানাভাবে খানাখন্দে পরিণত হয় । তারপরে গ্রামীণ এলাকার মুমূর্ষু রোগী থেকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং এলাকার ছোট বড় যানবাহন চলাচলে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন । অর্থমন্ত্রী এই বিষয়ে জানতে পেরে গ্রাম উন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার কে রাস্তাটি পাকা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন । করে মন্ত্রী গ্রামবাসীদের কে আশ্বস্ত করেন আগামী দিনে পেপার ব্লক তৈরি করা হবে । অর্থমন্ত্রীর এই আশ্বাসে খুবই খুশি গ্রামীন এলাকার সমস্ত অংশের জনগণ ।