প্রতিনিধি কৈলাসহর:-ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং ঊনকোটি জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যাবস্থাপনায় আগামী ১৭ই ডিসেন্বর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এই প্রথমবার কৈলাসহরে অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া অনুর্ধ-১৩ মহিলা ফুটবল টুর্নামেন্ট।এই খেলা চলবে আগামী ৬ই জানুয়ারী অব্দি।রাজ্যভিত্তিক এই মহিলা ফুটবল প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করবে ৬টি ফুটবল দল।তারমধ্যে ঊনকোটি জেলা থেকে ৩টি এবং রাজ্যের অন্য প্রান্ত থেকে ৩টি দল।এই খেলায় চ্যাম্পিয়ন ৫০ হাজার টাকা সাথে ট্রফি এবং রানার্স ৩০ হাজার টাকা ও সাথে ট্রফি দেওয়া হবে।১৭ই ডিসেম্বর সকাল ৯টায় রাজ্যভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঊনকোটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অরুন সাহা।এই ৬টি টিম মোট ৩০টি ম্যাচ খেলবে বলে জানা গেছে।রাজ্যভিত্তিক এই খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল,চলমান সংঘ,নবোদয় সংঘ,ফুলো ঝানো অ্যাথলেটিক ক্লাব,অ্যাথলেটিক ক্লাব ও ছনতৈল প্লেয়ার সেন্টার এই খেলায় অংশগ্রহণ করবে।
162