ধর্মনগর প্রতিনিধি।
সোমবার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 14 নং ওয়ার্ডের এক অত্যাধুনিক ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন হলো। পুরো পরিষদের ভেতর বিভিন্ন মানুষের যেসব পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ পুরো পরিষদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যায় তার মধ্যে পচনশীল বর্জ্য পদার্থ দিয়ে এই জৈব সার প্রস্তুতির কারখানা নির্মাণ করা হলো। এ অনুষ্ঠানে উদ্ভূত হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর এবং শাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপেশ পাল। এক কোটি ৪৯ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি নির্মিত হয়েছে। ৬০ লক্ষ টাকার একটি মেশিন ইতি মধ্যে বসানো হয়েছে এমন আরও মেশিন বসবে। এই অনুষ্ঠানে পুরো পরিষদের সব সাফাই কর্মীরা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 14 নং ওয়ার্ডে উদ্বোধন হলো ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট।
122