Home » ধর্মনগরে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাকে ধন্যবাদ জানাচ্ছি আপামর ধর্মনগরবাসী পাশাপাশি উপাধ্যক্ষের ভূমিকায় সবাই প্রচন্ড খুশি।

ধর্মনগরে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাকে ধন্যবাদ জানাচ্ছি আপামর ধর্মনগরবাসী পাশাপাশি উপাধ্যক্ষের ভূমিকায় সবাই প্রচন্ড খুশি।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ত্রিপুরা রাজ্যের ইতিহাসে উত্তর জেলা বারে বারে বঞ্চিত হয়ে এসেছে। ধর্মনগরের বিধায়ক তথা উপাধাক্ষ কথা দিয়েছিলেন ধর্মনগর এর জন্য কিছু করাতে হবে। সংগ্রাম চালিয়ে গেলেন দ্বীনদার অবশেষে সোমবার কেবিনেটের অনুমোদন পেল ধর্মনগরে স্থাপন হবে আর্য ভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ উপাধক্ষ ্য কেবিনেটের এই সিদ্ধান্ত জানানোর পরে ধর্মনগর বাসির মধ্যে খুশির কথা বলুন সৃষ্টি হয়। কলকাতা শহর দেশের বিভিন্ন জায়গায় যেমন অ্যাডামাস রয়েছে একই ধরনের উন্নত বিশ্ববিদ্যালয় হবে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিজ্ঞান কলা আইন আর্ট প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং সব ধরনের সুবিধা রয়েছে এখন ধর্মনগর। পিএইচডি পর্যন্ত করা সম্ভব হবে এই বিশ্ববিদ্যালয়ের আওতায়। ছাত্রদেরকে ভবিষ্যতে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বা চেন্নাই গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়তে হবে না। তার থেকে কম টাকায় ঘরে বসে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স তারা করতে পারবে। এতে একদিকে যেমন শিক্ষার উন্নয়ন সম্ভব তেমনি অন্যদিকে অর্থনীতি উন্নয়ন অনেকটা এগিয়ে যাবে। রাজ্য সরকার শিক্ষা এবং অর্থনীতির উপর যেভাবে গুরুত্ব আরোপ করছেন এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তার একটি উদাহরণস্বরূপ।

You may also like

Leave a Comment