প্রতিনিধি, বিশালগড়, ১৫ ডিসেম্বর।। আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন সম্পদ রয়েছে বিশালগড়ের বিজয় পালের। নেশা সহ নানা বেআইনি কারবার রয়েছে তার। বিশালগড় আমবাগানে তার সুদৃশ্য বাতানুকূল বিলাসবহুল বাড়ি রয়েছে। বৃহস্পতিবার সেই বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর এক জাম্বু টিম। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ান এবং বিশালগড় থানার পুলিশ। তবে পুলিশ এবং সাংবাদিক প্রবেশ করতে পারেনি। সকাল ৮ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টানা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকরা। অভিযান শেষ করার পর মুখ খুলেনি অফিসাররা। তবে আরো তদন্ত বাকি রয়েছে বলে জানা গিয়েছে। বিজয় পালের ব্যাঙ্ক ডিটেইলস সহ আয় ব্যায়ের হিসাব খতিয়ে দেখেছেন ইডির কর্তারা। হঠাৎ ইডির হানায় বিশালগড়ের অন্য বেআইনি কারবারিদের পেটেও মোচড় ধরেছে। বিজয় পালের মতো বেশ কয়েকজন বামামলে বেআইনি পথে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা কামাই করেছেন।
117