প্রতিনিধি , উদয়পুর :-
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে উদয়পুর খিলপাড়া প্রাথমিক গ্রামীণ বাজারের ফলক উন্মোচন, ও প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এছাড়া উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলাশাসক ও কৃষি দপ্তরের জেলার আধিকারিকরা । উদ্বোধনী শেষে এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন গোটা গ্রামীণ বাজারটি । নতুনভাবে গ্রামীণ বাজারটি গড়ে তুলতে সরকারের ব্যায় হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ১৭০ টাকা । মোট ৩০ দরজার রুম তৈরি করা হয়েছে । এই বাজারে যাতে ক্রেতা বিক্রেতাদের বাজার করতে এসে কোন ধরনের প্রাকৃতিক সমস্যা হলে তাদের অন্য কোথাও যাতে যেতে না হয় তার জন্য তৈরি করা হয়েছে শৌচালয়ের ব্যবস্থা । এদিন মুখ্যমন্ত্রী গ্রামীণ বাজার উদ্বোধন শেষে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা সকলের কাছে আবেদন রাখেন আগামী ১৮ই ডিসেম্বর রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এক জন সমাবেশ । সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন রাখেন মুখ্যমন্ত্রী । একই সাথে বাজার শেড নতুনভাবে তৈরি হওয়াতে খিলপাড়া গ্রামীন এলাকার সাধারণ মানুষের অনেকটাই উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । একই সাথে এইদিন গোমতী জেলার উদয়পুরের শালগড়ায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে নবনির্মিত প্রাইমারি মার্কেট স্টলের উদ্বোধন অনুষ্ঠানেও যোগদানের মুখ্যমন্ত্রী । সেখানে মার্কেট স্টলের শুভ উদ্বোধন করেন তিনি । তাতে বিভিন্ন স্ব সহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী । শালগড়ায় নবনির্মিত প্রাইমারি মার্কেট স্টলটি নির্মাণ করতে সরকারের খরচ হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ১৭০ টাকা । এই মার্কেট স্টলে রয়েছে ৪০ টি ব্যবসায়ীদের জন্য রুম । এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টায় এই অঞ্চলের সহ সহায়ক দলগুলিও কতটা লাভাম্বিত হচ্ছেন তার চিত্র ফুটে উঠে তাদের মুখে । বর্তমানে নবনির্মিত গ্রামীণ বাজারের মাধ্যমে তারা আরো বেশি পরিমাণে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ।