Home » বিরল প্রজাতির বানর উদ্ধার

বিরল প্রজাতির বানর উদ্ধার

by admin

প্রতিনিধি ধর্মনগর,, ১৫ই এপ্রিল দুপুরে এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করে তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে।ঘটনাটি ঘটে পানিসাগর নগর পঞ্চায়েতের স্ট্যাট ব্যাংক অব ইন্ডিয়া শাখা সংলগ্ন অপূর্ব নাথ এর বাড়িতে।যানা গেছে অপূর্ব নাথ পেষায় এক নার্সারি ব্যাবসায়ী।তিনি জানান নার্সারিতে কর্মরত অবস্থায় সোমবার দুপুরে হঠাৎ করে দেখতে পায় বাড়ির নিকটে থাকা ছড়ার পাড়ে একটি বিরল প্রজাতির প্রাণী।স্বভাবতই কৌতুহল বশত এগিয়ে গিয়ে এটিকে ধরে নিয়ে আসে নিজ বাড়িতে এবং খবর পাটায় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিস সহ পানিসাগর মহকুমার এনিম্যাল এইড এলায়েন্স সংস্থায়।এই মর্মে আজ পয়লা বৈশাখ সকাল আনুমানিক দশটা নাগাদ অপূর্ব নাথ এর বাড়িতে ছুটে আসে পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাগন সহ এনিম্যাল এইড এলায়েন্স সংস্থার কর্মকর্তাগন।এনিম্যাল এইড এলায়েন্স সংস্থায় এক কর্মকর্তা রাজেশ গুপ্ত জানায় বিরলতম প্রাণীটি একটি স্লো লরিজ তথা লজ্জাবতী বানর।এই অতি দূর্লভ ও বিরল প্রজাতির প্রাণী।সাধারণত এই ধরনের বানর সচরাচর চোখে পড়ে মা।এরা ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।এদের সংরক্ষণ করতে রাজ্য বন দপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।বানরটি উদ্ধারকারী অপূর্ব নাথ জানায় বানরটির হয়তোবা বৈদ্যুতিক শর্ট খেয়ে আহত হয়ে রয়েছে।তাই তিনি গতকাল পানিসাগর পশুচিকিৎসালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে আনে।তিনি জানান সঠিক চিকিৎসা পরিষেবা পেলে বানর টি সম্পূর্ণ সুস্থ হয়ে উটবে।বিরল প্রজাতির বানর উদ্ধারের ঘটনা জানা জানি হতেই এটিকে দেখতে কৌতুহলী জনগন কাতারে কাতারে ভীর জমায় অপূর্ব নাথ এর বাড়িতে।পরিশেষে বিরল প্রজাতির লজ্জাবতী বানর টি তুলে দেওয়া হয় পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তাদের হাতে।পানিসাগর ফরেস্ট রেঞ্জ কতৃক জানা গেছে আহত বানরটিকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে তুলা হবে এবং পরবর্তীতে পানিসাগর স্থিত রৌয়া অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হবে।তবে এই ধরনের বিরল প্রজাতির লজ্জাবতী বানর লোকালয়ে কি করে,কোথা থেকে এলো তা নি দোয়াশা সৃষ্টি হয়েছে।এই ধরনের বিরল প্রজাতির বানর উদ্ধারে গোটা পানিসাগর জোরে কৌতূহল সৃষ্টি হয়েছে।

You may also like

Leave a Comment