শনিবার সকালে অনূর্ধ্ব ১৫ ছেলেদের এক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্রিকেট মাঠে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে এই টুর্নামেন্ট।তবে শনিবারের খেলাটি ছিল দর্শকদের মন মাতানো খেলা। তৃশান দেব কোনাবন প্লে সেন্টারের হয়ে খেলতে নেমে ব্যক্তিগত ১৮২ রান করে ৯৬ টি বলে। ১৪ টি চার এবং ১৭ টি বাউন্ডারি করে দর্শকদের মন মাতিয়ে তুলে অনূর্ধ ১৪ বছরের তৃশান দেব।কোনাবন প্লে সেন্টার ১০ উইকেটে ৩৬৬ রান করে।অন্যদিকে নব উত্তোরন প্লে সেন্টার সর্বমোট ১০ উইকেটে ৮২ রান করে। কোনাবন প্লে সেন্টার ২৮৪ রানে জয়ী হয়। জয়ের পর জাঙ্গালিয়া ক্রিকেট মাঠ কাঁপিয়ে তোলে কোনাবন প্লে সেন্টার। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর স্কুল মাঠে দর্শকদের ভিড়ছিল দেখার মত।আনন্দ উল্লাসে তৃষান দেবকে নিয়ে সারা মাঠ অতিক্রম করে বাজনা বাজিয়ে মাঠ প্রাঙ্গণ কাপিয়ে তোলে।
অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে ব্যাটে বলে দাপট কোনাবন প্লে সেন্টারের তৃষান দেব
by admin
written by admin
53
previous post