Home » লংতরাই উদ্যোগ উদয়পুরে ডিলার মিট অনুষ্ঠিত হলো

লংতরাই উদ্যোগ উদয়পুরে ডিলার মিট অনুষ্ঠিত হলো

by admin

প্রতিনিধি, উদয়পুর :- প্রতিবছরের মত এই বছরও বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর সৈকত বিয়ে বাড়িতে লংতরাই উদ্যোগে অনুষ্ঠিত হলো ডিলারমিট । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া ছিলেন লং তরাই গুড়া মশলার ডিরেক্টর কৃষ্ণধন দেবনাথ থেকে শুরু করে উদয়পুর বাজার ব্যবসায়ী সভাপতি সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে উদয়পুর শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামীণ বাজারের ব্যবসায়ীরাও অংশ নেন ‌ । বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান থেকে শুরু করে কোম্পানির ডিরেক্টর সহ সকল অতিথিরা বলেন , লংতরাই গুঁড়া মশলা ২০১৪ সাল থেকে এই রাজ্যে কাজ করে চলেছে । ক্রেতাদের কথা মাথায় রেখে বর্তমানে আরো নানা ধরনের সামগ্রী নিয়ে আসা হয়েছে বাজারে। গুণমানে উন্নত গুড়া মশলা প্রতিটা সময় তৈরি করার জন্য কাজ করে চলেছে গোটা কোম্পানি । বর্তমানে ৫০০ অধিক কর্মচারী কাজ করছে কোম্পানিতে। ছেলেমেয়েদেরকে আত্মনির্ভর করে তুলতে সর্বদাই সচেষ্ট রয়েছে লংতরাই গুড়া মশলা । এদিন এই অনুষ্ঠানে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে ডিলারদের নিয়ে প্রতিযোগিতামূলক একটি খেলা অনুষ্ঠিত হয়। তাতে বিভিন্ন নামিদামি কোম্পানির ইলেকট্রিক সরঞ্জাম পুরস্কার হিসেবে দেওয়া হয়। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায় ।

You may also like

Leave a Comment