ধর্মনগর প্রতিনিধি। এক সপ্তাহ ব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস কে সামনে রেখে আজ অর্থাৎ রবিবার ধর্মনগরের কালিকাপুরের সাবজেল এবং রিসারেশন হোমে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। যারা জেলের কয়েদী তাদের মধ্যে যে যোগের এবং প্রাণায়ামের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জীবন সংস্কারের জন্য যোগ প্রাণায়ামের অত্যাধিক মাহাত্ম্য রয়েছে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া জেলরোডের রিসারেশন হোমে যোগের যে প্রয়োজনীয়তা রয়েছে তার ওপর বিশেষ আলোচনা রাখেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধর্মনগরের কর্ণধার বিএস মামনি। জেলের কয়েদিরা যেমন যোগ চর্চার মাধ্যমে নিজেদেরকে সঠিক পথে নিয়ে আসার প্রবণতা দেখাবে তেমনি হোমের মানুষরা তাদের মানসিকভাবে বিপর্যস্ত জীবনকে সঠিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যোগের অত্যন্ত ভালো হয়েছে বলে বলেন বিএস মামনি।
113
previous post