Home » ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের শিশু দিবস উদযাপন

ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের শিশু দিবস উদযাপন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ১৪ নভেম্বর:- ১৪ই নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন। উনার জন্মদিন’কে সামনে রেখে প্রত্যেক বছর গোটা দেশে পালিত হয় শিশু দিবস। এরই অঙ্গ হিসাবে ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগেও মঙ্গলবার শিশু দিবস উদযাপন করা হয়।এদিন গন্ডাছড়া টাউনহলে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মৎস্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং , এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং , ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, দপ্তরের অ্যাডিশনাল পিও সঞ্জয় দে, গন্ডাছড়া সিডিপিও মিহির চন্দ্র ভৌমিক, ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের চেয়ারম্যান কনিকা রিয়াং, সমাজসেবী মাইধম রাম রিয়াং, ক্ষত্রজয় রিয়াং, সরজয় ত্রিপুরা,নির্মলা ত্রিপুরা প্রমুখরা। এছাড়া এদিন শিশু দিবস অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।সেখানে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুরা সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। এদিন প্রায় ৮০ জন শিশুদের মধ্যে শিক্ষনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গন্ডাছড়া সিডিপিও মিহির চন্দ্র ভৌমিক। তিনি তার ভাষণ বলেন শিশুদের লেখাপড়া করলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলো,গান-বাজনা, আর্ট ইত্যাদির দিকেও নজর দিতে হবে। তবেই না প্রকৃত অর্থে শিশুরা সামাজিক হয়ে উঠবে, ভাববে সমাজের কথা, দেশের কথা, দশের কথা। এছাড়া অন্যান্য অতিথিরাও শিশু দিবসের গুরুত্ব আরোপ করে বিস্তারিতভাবে আলোচনা করেন।

You may also like

Leave a Comment