Home » বানভাসি দিল্লির কনট প্লেসে বহুতলের নবম তলে আগুন, কাজ করছে দমকলের দশটি ইঞ্জিন

বানভাসি দিল্লির কনট প্লেসে বহুতলের নবম তলে আগুন, কাজ করছে দমকলের দশটি ইঞ্জিন

by admin

বানভাসি দিল্লিতে অগ্নিকাণ্ড। আগুন লাগলো কনট প্লেসের একটি বহুতলের নবম তলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করেছে দমকল। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

বন্যার জলে ভাসছে দিল্লি। তারই মধ্যে আগুন লেগে গেল কনট প্লেসের বারাখাম্বা রোডের ডিসিএম বিল্ডিংয়ে। বহুতলের নবম তলে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের অন্তত দশটি ইঞ্জিন।

দমকল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন লাগার খবর আসে। তড়িঘড়ি অকুস্থলে পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ। আপাতত দশটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের লেলিহান শিখা প্রথম দেখতে পাওয়া যায় বহুতলের নবম তলে। দেখতে দেখতেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের সর্বোচ্চ, দশম তলেও। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

You may also like

Leave a Comment