Home » তাহিরা কে সংবর্ধিত করলো বি ফিট এন্ড ফিট আদার্স

তাহিরা কে সংবর্ধিত করলো বি ফিট এন্ড ফিট আদার্স

by admin

প্রতিনিধি কৈলাসহর:-প্রতিনিয়ত যোগাসন চর্চার মাধ্যমে ছোট্ট তাহিরা আহমেদ আজ তার এই সাধনায় গর্বিত করেছে কৈলাসহর তথা গোটা রাজ্যকে।আমাদের দেশের হয়ে থাইল্যান্ডের ব্যাংকং শহরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্ট কাপে অংশগ্রহণ করে চারটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক পায়।তাহিরার এই সফলতা শুধু কৈলাসহর বাসী হিসাবে আমাদের নয়,সমগ্র জেলা তথা ত্রিপুরাবাসী ও দেশবাসীকে গর্বিত করেছে।সেজন্য বি ফিট এন্ড ফিট আদার্স সামাজিক সংস্থার তরফে তাহিরা কে গত বৃহস্পতিবার সকালে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।সংস্থার তরফ থেকে শংসাপত্র ইত্যাদি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন সংস্থার সভাপতি ও সম্পাদকরা।এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিগন ও তাহিরার মা রুনু বেগম।বি ফিট এবং ফিট আদারস সামাজিক সংস্থা তাহিরার সাফল্যে গর্ববোধ করছে।তাহিরা এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত হয়ে বি ফিট এবং ফিট আদারস সংস্থাকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হওক এই কামনা করে সংস্থা।এখানে উল্লেখ্য যে,বি ফিট এবং ফিট আদার্স সামাজিক সংস্থাটি বিগত ৩ বছর ধরে স্বাস্থ্য-ই সম্পদ এবং নিজেকে সুস্থ রাখুন এবং অন্যদেরও সুস্থ রাখার জন্য আহ্বান করুন- এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন সকালে ৭ থেকে ৭০ বছরের সকলকে নিয়ে শরীর চর্চা বজায় রেখেছে।তৎসঙ্গে নানা ধরনের সামাজিক কর্মসূচী, মনীষীদের জন্মদিবস পালন ও স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচী পালন করে হচ্ছে।
সারা ত্রিপুরায় এমন সংস্থা সম্ভবত একটি-ই।একদিকে যেমন ছোট বয়স থেকেই মোবাইল বা বিভিন্ন ডিজিটাল মিডিয়া নিয়ে নিজেদের ব্যাস্ত রাখার ফলে শরীর চর্চা থেকে অনেক যুবক-নিজেদের গুটিয়ে নিচ্ছেন,ঠিক তখন-ই এই সংস্থা নিজেদের সুস্থ রাখতে এবং অন্যদের সুস্থ রাখার প্রয়াসে প্রতিনিয়ত শরীর চর্চার অভ্যাস করে যাচ্ছেন।

You may also like

Leave a Comment