Home » গন্ডাছড়া মহকুমাতেও এদিন দুপুর বারোটায় কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।

গন্ডাছড়া মহকুমাতেও এদিন দুপুর বারোটায় কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৫ মার্চ:- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বুধবার শুরু হয়। এদিন ছিল ইংরেজি বিষয়ক পরীক্ষা। গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও এদিন দুপুর বারোটায় কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। একটি মাত্র সেন্টার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সেন্টারের অধীন রইস্যাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি ভেনুতেও নেওয়া হচ্ছে পরীক্ষা। ডুম্বুর নগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ জানান ডুম্বুর নগর বিদ্যালয় পরিদর্শকের অধীন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই দিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসে। এই বছর মোট ৩৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। বিদ্যালয় পরিদর্শক আরও জানান প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে গন্ডাছড়া মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতে করে খুশি ছাত্র-ছাত্রী, অভিভাবক মহল।

You may also like

Leave a Comment