104
বুধবার সকালবেলা থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতীতে নামলো সাফাই কর্মীরা। শান্তির বাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজকরে যাচ্ছে সাফাই কর্মীরা । বর্তমানে জেলা হাসপাতালে ২৫ জন সাফাই কর্মী রয়েছে। উনাদের অভিযোগ কে ডি এস কোম্পানি উনাদের প্রায় আরাই মাসের মতো বেতন দিচ্ছেনা। সাফাইকর্মীরা জানান উনারা বিগত অনেকবছর যাবৎ জেলা হাসপাতালে কাজকরেযাচ্ছেন। উনারা এখনো সঠিকভাবে জানেননা উনাদের মাসিক বেতন কত। উনারা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়েজানান যতদিন পর্যন্ত উনাদের দাবি মেনে নানেওয়াহবে ততদিন পর্যন্ত উনারা কর্মবিরতী করবেন। এখন দেখার বিষয় সাফাইকর্মীদের দাবী পূরনে কি প্রকার পদক্ষেপ গ্রহনকরাহয়।