প্রতিনিধি, বিশালগড়, ১৫ ডিসেম্বর ।। যুব মোর্চার চড়িলাম মন্ডল কমিটির উদ্যোগে নতুন ভোটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার উত্তর ব্রজপুর বিদ্যালয়ের হলঘরে ১৫০ জন নতুন ভোটারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলামের বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর বজ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনি দেবনাথ, শক্তি কেন্দ্রের ইনচার্জ প্রসেনজিৎ দেবনাথ সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন এতদিন তোমাদের চিন্তাচেতনা পাঠ্যপুস্তক খেলাধুলা নাচ-গান ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তোমরা ভোটার। একজন ভোটার হিসাবে রাষ্ট্র কল্যাণে তোমাদের গুরুদায়িত্ব পালন করতে হবে। তোমরা ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে ভোট দান করবে। ব্যাক্তিগত লাভালাভ পেছনে ফেলে সমাজ এবং রাষ্ট্র কল্যাণে নিজেদের রায় জানানোর সুযোগ হয় ভোট দানের মাধ্যমে।
119
previous post
চরিলাম ও কমলাসাগরে সিপিএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান
next post