Home » গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ৩৬ জন সুবিধাভোগীকে গরু বিতরণ

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ৩৬ জন সুবিধাভোগীকে গরু বিতরণ

by admin

শান্তিরবাজার: গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং জনজাতি এলাকার মানুষদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার (PMKSY-WDC) অধীনে শান্তিরবাজার মহকুমার ৩৬ জন সুবিধাভোগীর হাতে গরু তুলে দেওয়া হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামের মানুষদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা।আজ বকাফা কৃষি দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার বকাফা ব্লকের মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের প্রতিপ্রসাদ পাড়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই গরু বিতরণ করা হয়। এর জন্য ব্যয় হয়ে প্রায় ১৪ লক্ষ ৬৬ হাজার টাকা। উল্লেখ্য, কাঁঠালিয়া এবং মধ্য কাঁঠালিয়াতে এই প্রকল্পের এটি শেষ বছর। মধ্য কাঁঠালিয়ার প্রাক্তন ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং এবং শান্তিরবাজার কৃষি দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই পরিকল্পনাকে সফলভাবে রূপ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য দেবাশীষ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী মম্বু মগ, প্রাক্তন ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং এবং বকাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজিব সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।ক্তারা তাঁদের ভাষণে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন। সরকারি সহায়তা পেয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ মেলায় সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment