আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরার প্রায় ৯৮ শতাংশ মানুষ মাছ খান। তাই মাছের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্যেই মাছ উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার আগরতলায় পূর্বাশা প্রাঙ্গণে ত্রিপুরা মৎস্য উৎসব এর উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।মৎস্যমন্ত্রী আরও বলেন, রাজ্যবাসীর মাছের চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাজ্যের মৎস্য চাষিদের আর্থিক সহ নানা সহায়তাও প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার বলেন, রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের মৎস্যচাষিদের সব ধরণের সহযোগিতা প্রদানে মৎস্য দপ্তর প্রতিশ্রুতিবদ্ধ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রাণী সরকার, প্রাণীসম্পদ ও বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে, কর্পোরেটর সম্পা সেন সরকার এবং কর্পোরেটর হিমানী দেববর্মা প্রমুখ।
46
previous post