Home » আন্তঃ হোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গন্ডাছড়া গার্লস এবং কবি গুরু বয়েস

আন্তঃ হোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গন্ডাছড়া গার্লস এবং কবি গুরু বয়েস

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ১৪ ডিসেম্বর:- ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আন্তঃহোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্টে শনিবার দুইটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রথম ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গন্ডাছড়া এসটি গার্লস হোস্টেল বনাম আনন্দরোয়াজা এসটি গার্লস হোস্টেলের মধ্যে। এই ম্যাচে পেনাল্টি শটে ১-০ গোলে গন্ডাছড়া গার্লস হোস্টেল জয়লাভ করে। প্রথমার্ধের খেলায় কোন দলই গোল করতে পারে নি। দ্বিতীয়ার্ধেও গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়। এরপর পেনাল্টি শটে ১-০ গোলে গন্ডাছড়া গার্লস হোস্টেল জয়লাভ করে। দিনের দ্বিতীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় কবি গুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন এসটি বয়েস হোস্টেল বনাম গন্ডাছড়া এসটি বয়েস হোস্টেলের মধ্যে। এই ম্যাচে ২-০ গোলে কবি গুরু জয়লাভ করে। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারে নি। দ্বিতীয়ার্ধের খেলায় কবিগুরু পর পর দুটি গোল করে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ডিসিএম দিলিপ দেববর্মা, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক লবাজয় রিয়াং সহ বিভিন্ন হোস্টেলের সুপার’রা। দুটি চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ট্রাইভেল ওয়েলফেয়ার অফিসার তথা ডিসিএম দিলীপ দেববর্মা। দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করতে এদিন মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর থেকে ৮ টি দলকে নিয়ে নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল। আজকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

You may also like

Leave a Comment