114
- প্রতিনিধি, উদয়পুর :- শুক্রবার উদয়পুর জামতলাস্থিত টাউন হল বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইংলিশ মিডিয়াম প্রাক-প্রাথমিক বিভাগ ২০২৪-এর প্রথম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায় এই ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, কাউন্সিলর অয়ন গোপ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক বিমল চক্রবর্তী, পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত, শিক্ষক সঞ্জীব ভট্টাচার্য সহ আরো অনেকে । এই অনুষ্ঠানে প্রাক প্রাথমিক বিভাগের দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রাক প্রাথমিক স্কুল হল ছোট বাচ্চাদের স্কুলের প্রস্তুতির সাথে সজ্জিত করার একটি মূল কৌশল। প্রাথমিক শৈশব শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভাগ দ্বারা বিশেষ প্রচেষ্টা করা হয়।” এর উদ্যোগের লক্ষ্য হল শিক্ষাগত সাফল্য এবং আজীবন শেখার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং মনোভাব প্রদান করে স্কুলের প্রস্তুতির গুরুত্ব প্রদর্শন করা। আগামীদিনের প্রাক প্রাথমিক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উজ্জল ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন । এই দিন ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।