Home » বয়োজ্যেষ্ঠদের নিয়ে শক্তিপীঠ দর্শনে বিধায়ক

বয়োজ্যেষ্ঠদের নিয়ে শক্তিপীঠ দর্শনে বিধায়ক

by admin

 প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন।। বয়োজ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে শক্তিপীঠ দর্শনে গেলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার নিজ বিধানসভার বিভিন্ন এলাকার আড়াইশো প্রবীণ নাগরিকদের নিয়ে শক্তিপীঠ তথা মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে যান বিধায়ক। একান্ন পীঠের অন্যতম পীঠ হলো ত্রিপুরাসুন্দরীর মায়ের পূন্যভূমি। সরকারের সদিচ্ছায় নবরূপে সেজে ওঠছে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির প্রাঙ্গণ। সেখানে মায়ের আশীর্বাদ নিতে প্রায়ই ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। এবার নিজ বিধানসভার বয়োজ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে মায়ের আশীর্বাদ নিতে যান। ব্যাক্তিগত বাতানুকূল গাড়িতে নয়, বাস গাড়িতে বয়োজ্যেষ্ঠ অভিভাবকদের সঙ্গে বসে উদয়পুর যান বিধায়ক। সকল অভিভাবকদের নিয়ে মায়ের মন্দিরে পূজা দেন তিনি। দুপুরে মিলিত ভোজন পর্বে অংশ নেন বয়োজ্যেষ্ঠরা। বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অভিভাবকরা জানান বিধানসভার বিভিন্ন এলাকার অভিভাবকরা কোনদিন একসঙ্গে কোথাও ঘুরতে যাইনি। সেই সুযোগ হয়নি কখনো। কিন্তু আজ বিধায়ক সুশান্ত দেব সকল প্রবীণদের মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণের সুযোগ করে দিয়েছেন। সকল অভিভাবকরা ত্রিপুরাসুন্দরী মায়ের কাছে বিধায়ক সুশান্ত দেবের জন্য আশীর্বাদ প্রার্থণা করেন। শ্রেষ্ঠ বিশালগড় গড়ার বিধায়কের স্বপ্ন পূরণ হোক এই কামনা করেন সবাই। বিধায়ক সুশান্ত দেব জানান বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এবং পরামর্শ নিয়ে আমি কাজ করি। অনেকদিন ধরে বিশালগড়ের অভিভাবকদের নিয়ে কোথাও একদিন সময় কাটানোর ইচ্ছে ছিল। আজ তা পূরণ হয়েছে। সকল অভিভাবকরা যাতে সুস্থ সুন্দর জীবন কাটান সেই প্রার্থণা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে করেন বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment