
ধর্মনগর প্রতিনিধি।
প্রতিদিন যেভাবে দুর্ঘটনার মাত্রা বিশেষ করে বাইক দুর্ঘটনা এবং মৃত্যু বেড়ে চলেছে কোনমতেই সামাল দেওয়া যাচ্ছে না এমন অবস্থায় উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজেই উত্তর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মনগরের বিভিন্ন রাস্তায় সচেতনতা করছেন এবং পাশাপাশি লাইসেন্স সিজ করে নিচ্ছেন। তিনি জানান গত মাসে মোট দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল এ মাসে ১৪ তারিখের মধ্যেই এখন পর্যন্ত চারজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গত মাসে ৩৭ টি লাইসেন্স সিজ হয়েছিল। আজ অর্থাৎ রবিবার 15 টি লাইসেন্স ইতিমধ্যে সিজ করা হয়ে গেছে। যারা মাদকাসক্ত অবস্থায় এবং হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে তারাই অধিকাংশ দুর্ঘটনার শিকার হচ্ছে। যেসব আরোহী মাদকাসক্ত অবস্থায় রয়েছে হেলমেট ব্যবহার করছে না এবং অতিরিক্ত বেগে চালাচ্ছে তাদের লাইসেন্স সিজ করা হচ্ছে বলে তিনি জানান। এই বছরের এক জানুয়ারি থেকে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আজ অর্থাৎ রবিবার পৌষ সংক্রান্তির পিকনিক রয়েছে অনেককেই মাদকাসক্ত অবস্থায় হেলমেট ছাড়া এবং দ্রুতগতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সংযত রাখতে জেলা সুপার ভানুপদ চক্রবর্তী এই প্রয়াস বলে বর্ণনা করেন।