প্রতিনিধি, উদয়পুর :-
বর্তমানে ডিজেল চালিত যাত্রীবাহী রেলও মালবাহী রেল চলাচল করছে আগরতলা উদয়পুর রেল সড়কে । আগামী দিনে ডিজেল চালিত রেল সরিয়ে বৈদ্যুতিক রেল চালু করা হবে বলে রেল দপ্তর সূত্রে খবর । তার আগে তৈরি করা হচ্ছে রেলের স্থায়ী বিদ্যুৎ অফিস । কাজ চলছে রেলের নিজস্ব জায়গায় । কিন্তু বর্তমানে স্থায়ী বিদ্যুৎ অফিস তৈরি করতে গিয়ে যে মাটি তোলা হচ্ছে সেই সমস্ত মাটিগুলির একটি বাঁধ তৈরি হয়ে গিয়েছে পার্শ্ববর্তী কৃষকদের বিভিন্ন জমিতে । এর ফলে প্রায় ২০০ কানি জমি তলিয়ে যাচ্ছে কাঁদা মাটি ও জলের মধ্যে । তার ফলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে কৃষকদের মধ্যে । এর ফলে কৃষকরা রেলের স্থায়ী বিদ্যুৎ অফিস নির্মাণের কাজ বন্ধ করে দেয়। দাবি তুলে রাজ্য সরকার এবং স্থানীয় জেলা প্রশাসন যেন তাদের এই সমস্যা নিরসনে এগিয়ে আসে । কৃষক মহলে দাবি উঠছে যে সকল ধানি জমিগুলি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ যেন কৃষকদের দেওয়া হয় রেল দপ্তর থেকে সেই দাবীতে সোচ্চার সুখ সাগর জলার কৃষকরা ।