Home » দীপাবলি উপলক্ষে রবিবার গন্ডাছড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়।

দীপাবলি উপলক্ষে রবিবার গন্ডাছড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৩ নভেম্বর:- দীপাবলি উপলক্ষে রবিবার গন্ডাছড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন আরক্ষা দপ্তরের কর্মীরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করেন। এরপর গন্ডাছড়া সাব জেলের কয়েদিদের মধ্যেও ফল, মিষ্টি, পানীয় জল বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া থানার সেকেন্ড অফিসার মনি ঋষি দাস, সাব ইন্সপেক্টর কাজল দেবনাথ, সমাজসেবী আদিত্য সরকার, গোপাল সরকার, গন্ডাছড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথ প্রমুখরা। এদিন আরক্ষা দফতরের ফল, মিষ্টি, জল বিতরণ’কে ঘিরে রোগী এবং কয়েদিদের মধ্যে দীপাবলীর আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment