Home » চড়িলামে আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে মন্ত্রী

চড়িলামে আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে মন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৩ এপ্রিল।। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এবং ফলাফল প্রকাশের পর চড়িলামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বামগ্রেসের হার্মাদ বাহিনী। বাড়ি ঘরে হামলা হুজ্জতি ভাঙচুর কিছুই বাদ যায়নি। এমনকি চড়িলামের আড়ালিয়া এলাকায় প্রায় আশিটি বিজেপি সমর্থিত পরিবার বাড়ি ছাড়া হতে হয়েছে। হেরে গিয়েও সন্ত্রাসের পথ থেকে সরে আসেনি বাম কংগ্রেস। বৃহস্পতিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের কয়েকটি এলাকা পরিদর্শন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন। সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। চড়িলামের আড়ালিয়া খামারবাড়ি, উত্তরমুড়া, রামনগর এডিসি ভিলেজ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভেঙে গুড়িয়ে করেছিলেন সিপিএম কংগ্রেস মথার দুষ্কৃতিকারীরা। এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে ছিলেন চড়িলাম ব্লক বিএসি চেয়ারম্যান জাকুলো দেববর্মা, চড়িলাম মন্ডলের সম্পাদক রিংকুমিয়া, ওবিসি মোর্চার সভাপতি যোগেন্দ্র চন্দ্র দেবনাথ, তপশিলি জাতি মোর্চার সভাপতি রাজেশ দাস, মন্ডলে সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, চড়িলাম ব্লক বিএসির ভাইস চেয়ারম্যান রামমোহন দেববর্মা প্রমুখ। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া আক্রান্তদের বলেন আপনারা সাহসের সাথে কাজ করুন। সিপিএম কংগ্রেসের সন্ত্রাসীরা আর মাথা তুলতে পারবেনা। তিনি আক্রান্তদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান। এছাড়া এদিন অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছেচরিমাই স্কুল পরিদর্শন করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। স্কুলের পঠন পাঠন শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। স্কুলে নতুন পাকাবাড়ি নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

You may also like

Leave a Comment