Home » চৈত্রের শেষ বাজারে উদয়পুরে জনঢল

চৈত্রের শেষ বাজারে উদয়পুরে জনঢল

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

চৈত্রের শেষ বাজারে উদয়পুরে জনঢল । বিগত পাঁচ বছরের চৈত্রের বাজারে জনঢল পেছনে ফেলে দিয়েছে ২০২৩ সালের এইবারের জনঢল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই উদয়পুর শহরে ক্রেতারা ভীড় জমাতে শুরু করে । দোকানে যা তাদের কাপড় থেকে শুরু করে ঘরের নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে গোটা বাজার জুড়ে । এবছর দোকানের সংখ্যা অনেকটাই বেশি হওয়ার কারণে উদয়পুর শিশু উদ্যান ময়দানে কাপড়ের বিভিন্ন দোকান বসিয়ে দেওয়া হয় । তারপরেও অনেকটা জায়গা ছোট হয়ে পড়ে গোটা শহর জুড়ে । ভীড়ে থিক থিক করতে থাকে বিভিন্ন কাপড় দোকানগুলো । বর্তমান সরকারের আমলে রাজ্যের মানুষ স্বয়ং সম্ভর হয়ে ওঠেছে । সেই সাথে মহিলারাও কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের বুকে । গ্রামীন এলাকার সাধারণ মানুষ যেভাবে এবারের চৈত্রের বাজারে ভীড় জমিয়েছে তা থেকে স্পষ্ট গ্রামীন এলাকার সাধারণ মানুষ অর্থ সামাজিকভাবে অনেকটাই উন্নত হয়েছে । পহেলা বৈশাখের প্রথম সকালে বাঙালিরা ঘরে পুজো অর্চনা করে নতুন বস্ত্র পরিধান করে বিভিন্ন দেব দেবীর মন্দিরে গিয়ে অর্চনা করেন এবং পহেলা বৈশাখের এই প্রথম দিনটিকে একান্তে সময় কাটান অথবা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের সাথে নতুন বছরের এই দিনটিকে শুভেচ্ছা বিনিময় করেন । উদয়পুর শহরের এই চৈত্রের বাজারে ব্যাপক ভিড় হওয়ার কারণে ট্রাফিক দপ্তর থেকেও শহরের বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড বসিয়ে দেওয়া হয় । চৈত্রের শেষ বাজারে উদয়পুর শহরে ব্যাপক ভীড় ।

You may also like

Leave a Comment