Home » বিএসএফের ১৯২ ব্যাটেলিয়ানের উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিএসএফের ১৯২ ব্যাটেলিয়ানের উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ মার্চ:- বিএসএফের ১৯২ ব্যাটেলিয়ানের উদ্যোগে মঙ্গলবার গন্ডাছড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী ভগীরথ পাড়ায় অনুষ্ঠিত সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের উচ্চ পদস্থ আধিকারিকগণ, পঞ্চায়েতের চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণ। সেখানে গ্রামবাসীদের মধ্যে এলইডি সোলার লাইট, জলের সিনট্যাক্স, ছাতা, স্কুল ব্যাগ, কেরাম বোর্ড সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে গ্রামের ছেলে মেয়েরা কালচারাল প্রোগ্রাম পরিবেশন করেন। এই দিনের সিভিক অ্যাকশন প্রোগ্রামকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিএসএফের আধিকারিকরা জানান এই ধরনের প্রোগ্রাম আগামী দিনেও জারি থাকবে।

You may also like

Leave a Comment