Home » চড়িলামের ব্রজপুরে সিনট্যাক্স বিতরণ

চড়িলামের ব্রজপুরে সিনট্যাক্স বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৪ জানুয়ারি ।। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছে সরকার। সেই জল সংরক্ষণের বন্দোবস্ত করে দিচ্ছে সরকার। গ্রামীণ এলাকার গরিব মানুষের জল সংরক্ষণের সিনট্যাক্স ক্রয় করার আর্থিক ক্ষমতা নেই। এবার সেই সিনট্যাক্স কিনে দিচ্ছে সরকার। উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের মধ্যে সিনট্যাক্স বিতরণ করা হয়। চড়িলাম পঞ্চায়েত সমিতির অর্থনাকূল্যে জল সংরক্ষণ অভিযানকে সফল করতে বেনিফিসিয়ারিদের মধ্যে সিনট্যাক্স বিতরণ করা হয়। শনিবার মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত মাঠে সিনটেক্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান শিখা দাস, উপপ্রধান শান্তি গোস্বামী ‌,চড়িলাম মণ্ডল সম্পাদক গোপাল দেবনাথ। প্রধান শিখা দাস বলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির তহবিল থেকে জল সংরক্ষণ অভিযানের অঙ্গ হিসাবে ১০৩ জন বেনিফিসারিদের সিনটেক্স প্রদান করা হয় ।

You may also like

Leave a Comment