উদয়পুর:-
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ অনুমোদিত মৎস্য বিভাগীয় কর্মচারী সংঘ গোমতী জেলার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুর সাড়ে বারোটায় উদয়পুর ফিশারী কলেজে । প্রদীপ প্রজ্জ্বলন করে সাংগঠনিক আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের টিআরকেএস এর সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস । এছাড়া উপস্থিত ছিলেন , ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, টি আর কে এস এর গোমতী জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বিজয় দে , সহ প্রমুখ । এদিনের সংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্যের ভারতীয় মজদুর সংঘের সদস্য দ্বিগবিজয় ভাওয়াল বলেন , বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এসেছে । ঠিক তেমনি ভারতীয় মজদুর সংঘ কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয় । তা একেবারে শ্রমিকদের স্বার্থে এক আলাদা একটি সংগঠন । বর্তমান রাজ্য সরকার যে সকল উন্নয়নের কাজকর্ম করেছে সেই সব বিষয়গুলি কর্মচারীদের সামনে তুলে ধরা এবং সংগঠনকে কিভাবে আরো সুন্দরভাবে শক্তিশালী ভাবে গড়ে তোলা যায় সেই দিকে ভারতীয় মজদুর সংঘ উদয়পুর বিভাগীয় কমিটি তার ওপর জোর দিয়েছে । তাই মৎস্য দপ্তরের যে সকল কর্মচারী ভারতীয় মজদুর সংঘের সাথে জড়িত তাদের মধ্যে সংগঠনকে আরো কিভাবে বিকশিত করা যায় তা নিয়েই ভারতীয় মজদুর সংঘ সব সময় চেষ্টা করে এবং কর্মচারীর স্বার্থে সমস্ত দিকে নজর রেখে সংগঠনকে ঢেলে সাজিয়ে তার লড়াই চালিয়ে যাচ্ছে । এদিনের সংগঠনিক সভাকে কেন্দ্র করে ফিশারী দপ্তরে কর্মরত কর্মচারীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।