প্রতিনিধি কমলাসাগর ১৪ ডিসেম্বর :-
গাং ঠাকুরপাড়া পেকুয়াজলা অনুষ্ঠিত হলো ব্লক লেবেল কৌশল মেলা লাভার্থী সম্মেলন ও প্রতি ঘরে সুশাসন ক্যাম্প বুধবার সকাল ১১ ঘটিকায়। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে রাজ্যের প্রত্যেকটি জেলায় ব্লক লেবেল কৌশল মেলা, প্রতিঘর সুশাসন ক্যাম্পের আয়োজন করা হয় তার এই অঙ্গ হিসাবে গা়ং ঠাকুর পেকুয়ায়জলা আজ অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই কর্মসূচি, উক্ত কর্মসূচির শুভ সূচনা করেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, তাছাড়া উপস্থিত ছিলেন সিপাইতলা জেলায় এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, উপস্থিত ছিলেন টাকারজল বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা, সহ জম্পুইজলা ব্লকের আধিকারিকগণ, উক্ত সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য সরকার কর্তৃক জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি জনসাধারণের জন্য চালু করেছেন তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা উক্ত সম্মেলনের মধ্যে দিয়ে উপস্থিত অতিথিরা বিভিন্ন বেনি ফিসারিদের সঙ্গে আলোচনা মধ্যে দিয়ে তা স্পষ্টিকরণ করতে পারেন। আলোচনা করেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। সুশাসন ক্যাম্পের আওতায় বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার হাত ধরে কৃষকদের মধ্যে মিনি পাওয়ার টিলার, জলের পাম মেশিন থেকে শুকর মোরগ ও হাঁসের ছানা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে প্রশাসনের সকল কর্মকর্তাদের বিভিন্ন স্টল যার মাধ্যমে খুব সহজ উপায়ে সাধারণ মানুষ নিজস্ব পরিচয় পত্র থেকে পশু পালনের ঔষধ সহ সকল ব্যবস্থাপনা রয়েছে আজকের এই সুশাসন ক্যাম্পে। এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির কৃষি বিভাগের নানান সরঞ্জাম ও সামগ্রিক বিতরণ করেন এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা। বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়ক করার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। এর মধ্যে পাঁচজন বেকারকে দেওয়া হয় ব্যাংক ঋণের মাধ্যমে অটো রিক্সা। তবে গোলাঘাটি বিধানসভায় বিধায়কের হাত ধরে প্রযুক্তি বিদ্যার সঙ্গে উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে বলে মনে করে এলাকার জনগণ।