Home » মাতারবাড়ি ব্লকে সুশাসন এবং কৌশল মেলা অনুষ্ঠিত হয়

মাতারবাড়ি ব্লকে সুশাসন এবং কৌশল মেলা অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে প্রতি ঘরে সুশাসন এবং কৌশল মেলা কার্যক্রমের অঙ্গ হিসেবে ব্লক লেভেল মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুজন সেন ও মাতারবাড়ি ব্লকের ভিডিও সহ আরো অনেকে। এদিন রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে সুবিধা ভোগী বেনিফিসারীদের সাথে সরাসরি মত বিনিময় করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ । বিধায়ক এইদিন জানতে চান গ্রামীন এলাকায় আর কোন ধরনের সমস্যা রয়েছে কিনা । যে সকল এলাকায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা খুব তাড়াতাড়ি যাতে সমাধান করা যায় এই নির্দেশ দেন ব্লকের বিডিও কে । এছাড়া বিধায়ক বলেন , বর্তমান সরকার যেভাবে গত সাড়ে চার বছরে কাজ করে গিয়েছে বিগত দিনে এই ধরনের উন্নয়নমূলক কাজ কখনো মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে হয়নি বলে তিনি সরাসরি নাম না করে বামেদেরকে আক্রমণ করেন । করে এদিনের মেলায় আসা বেনি ফিসারি সুবিধাবীদের হাতে সার্টিফিকেট এবং নানা স্ক্রিম তাদের হাতে তুলে দেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ।

You may also like

Leave a Comment