Home » মুড়াসিং হদা তৌইফাং এর প্রাক্তন সম্পাদকে সমাজ থেকে বহিষ্কার।

মুড়াসিং হদা তৌইফাং এর প্রাক্তন সম্পাদকে সমাজ থেকে বহিষ্কার।

by admin
  • প্রতিনিধি শান্তিরবাজার : নিজের সুখের সংসারে স্ত্রী এবং সন্তান রেখে গত কিছুদিন পূর্বে প্রাক্তন শিক্ষক তথা মুড়াসিং হোদাতৌই ফাং বদলের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য সুনীল মুড়াসিং নিজের নিকটবর্তী আত্মীয় তিন সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করে পতিছড়ি মুড়াসিং পাড়ায়। অবশেষে এই ঘটনার সত্যতা যাচাই করে আজ শান্তির বাজার মহকুমা পতিছড়ি মুড়াসিং পাড়া মুড়াসিং হদা তৈইফাং কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুড়াসিং হদা তৌইফাং। এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তীব্র নিন্দর পাশাপাশি সমাজ থেকে বহিষ্কার করেন মুড়াসিং সমাজের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য সুনীল মুড়াসিংকে বলে জানান। আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বর্তমান মুড়াসিং হদা তৌইফাং সুনীল মুড়াসিং,মুড়াসিং আঙ্করের রায় পরিষদ ভাগ্যচরণ মুরাসিং, মুড়াসিং হতা তৌইফাং এর জেনারেল সেক্রেটারি ব্রজমোহন মুড়াসিং, মুড়াসিং হদা তৌইফাং বদলের সদস্য অশ্বিনী মুড়াসিং সহ অন্যান্যরা। সুনীল মুড়াসিংএর বর্তমানে দুটি ছেলে সন্তান এবং স্ত্রী রয়েছে।
    এহেন সজ্জন ব্যক্তির এমন কাজে হতবাক এলাকাবাসী।ঘটনা জানাজানি হতেই পশ্চিম পতিছড়িতে ছি ছি রব উঠেছে।

You may also like

Leave a Comment