প্রতিনিধি, গন্ডাছড়া ১৩ ফেব্রুয়ারি:- গন্ডাছড়া-আমবাসা রোডে সম্প্রতি দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার, যখন গন্ডাছড়া থেকে একটি মালবাহী বোলেরো পিকআপ গাড়ি, যার নম্বর ছিল টিআর-০১ ডি ১৮০৫, ৩২ বস্তা গন্ধকি নিয়ে আমবাসার দিকে যাচ্ছিল। বিকেল ৪টা নাগাদ গাড়িটি জগবন্ধু-বড়বাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে মুখে কালো কাপড় বাধা একদল দুষ্কৃতিকারী গাড়িটি থামিয়ে চালক, সহ-চালক এবং এক যাত্রীকে অপহরণ করে। এরপর তারা গাড়িটি প্রায় ৫/৬ কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যায় এবং তিন লক্ষ টাকার মালপত্র লুটপাট করে। লুটপাট শেষে তারা অপহৃতদের জঙ্গলে বেঁধে রেখে চলে যায়।
এদিকে, ঘটনাটি জানার পর গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা এলাকা চিরুনি তল্লাশি চালায়। একপর্যায়ে, তারা গভীর জঙ্গল থেকে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় এবং উদ্ধার করে ২২ বস্তা গন্ধকি। তবে, দুষ্কৃতিকারীদের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় গাড়ির চালক থানায় একটি মামলা করেন, এবং পুলিশ তদন্ত শুরু করে।
দুষ্কৃতিকারীদের এই হামলার ঘটনা নতুন নয়। গন্ডাছড়া-আমবাসা রোডে প্রায় প্রতিদিনই এরকম লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু এলাকাবাসী এতদিন দুষ্কৃতিকারীদের ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পায়নি। কিন্তু গত বুধবারের অপহরণের ঘটনায় থানায় মামলা করার পর, এলাকার সাধারণ মানুষ এখন পুলিশের প্রতি আশাবাদী। তারা মনে করছেন যে পুলিশ যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
এই হামলার ঘটনা রোডে চলাচলকারী যানবাহন চালক থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে উদ্বিগ্ন করেছে। এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। এলাকাবাসী এখন তাকিয়ে আছেন, পুলিশ এই ধরনের অপরাধ দমনে কোন পদক্ষেপ নেয়, এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কি ভূমিকা গ্রহণ করে।
এছাড়া, গন্ডাছড়া-আমবাসা রোডের অবস্থা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে যে কোনো সময় আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
গন্ডাছড়া- আমবাসা রোডে দুষ্কৃতিকারী দলের হামলা
46