Home » বোমার আঘাতে আহত সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র

বোমার আঘাতে আহত সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

বোমার আঘাতে আহত হয়েছে সপ্তম শ্রেণী পড়ুয়া দেবাসন দেবনাথ নামে এক ছাত্র । ঘটনা উদয়পুর দক্ষিণ চন্দ্রপুর গ্রামে । জানা যায় , মঙ্গলবার দুপুরে বাড়িতে খেলাধুলা করছিল দেবাসন দেবনাথ। তখন হঠাৎ গোলাকার বৃত্তের বলের মতো দেখতে একটি বস্তুকে দেখতে পেয়ে দেবাসন সে বলটি কে লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আর তখন বসতঘরের পাশে থাকা কলা গাছের পাশে গিয়ে বিস্ফোরণ ঘটে বোমাটি। ঘটনাস্থলে ই বোমার আঘাতে ঝলসে যায় সপ্তম শ্রেণী পড়ুয়া এই ছাত্রের দেহ । আনুমানিক দুপুর ১২ টা নাগাদ ঘটে এই ঘটনা। পরবর্তী সময় বাড়ির লোকজন এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । বর্তমানে টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রটি । এদিকে বুধবার দুপুরে বাড়ির অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে তাদের এলাকারে এক যুবক প্রতিনিয়ত এই ধরনের বোমা তৈরি করে আসছে । এর ফলে ঘটছে এই ধরনের ঘটনা। পরে রাধাকিশোরপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তদন্ত করার জন্য । একই সাথে গোমতী জেলার গোয়েন্দা দপ্তরের স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ডিআইবি সহ গোটা ঘটনার তদন্তে নামে । বর্তমানে গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ গভীরভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে। কোথায় থেকে আসলো লোকসভা নির্বাচনের আগে এই ধরনের বোমা ? গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দক্ষিণচন্দ্রপুর এলাকা সহ গোটা উদয়পুর মহকুমা জুড়ে ।

You may also like

Leave a Comment